Pages

Monday, February 8, 2010

বাংলা HTML টিউটোরিয়ালঃ

Bangla HTML Tutorial:

HTML এর পূর্ণ অর্থ হচ্ছে Hypertext Markup Language। সাধারনত আমরা Text editor এ যে সকল ডকুমেন্ট দেখি ।সেগুলো সরাসরি ওয়েব এ publish করা যায় না।এই ডকুমেন্ট কে ওয়েব এ পাবলিশ করার উপযোগী করার জন্য markup language ব্যবহার করতে হয়। HTML এমনি একটি markup language।এটি অন্যান্য programming language এর মত কঠিন নয়।এটি ব্যবহার করা অনেক সহজ। পেজ এ সহজেই লেখা, ছবি, শব্দ এবং ভিডিও সংযোজন করা যায় HTML ব্যবহার করে। এটি শিখার জন্য কোনো programming জ্ঞান থাকার প্রয়োজন হয় না, HTML লিখা হয় tag ব্যবহার করে, কিছু tag খেয়াল রাখলেই সহজেই ওয়েব পেজ তৈরী করা যায়।আমার এই সাইটের HTML Tutorial গুলো সহজ করে আপনাদের জন্য তৈরী করেছি বাংলা ভাষায়।আশাকরি আপনারা এই Bangla tutorial গুলো অনুশীলন করলে আপনাদের পক্ষে সহজেই web page তৈরী করা সম্ভব হবে। আর তাহলেই আমার এই কষ্ট সার্থক হবে। আপনারা মন্ত্যব্য করতে ভুলবেন না। Bangla HTML Tutorial গুলো download করার জন্য এই link click করুন bangla html Tutorial

Leia Mais

বাংলা CSS টিউটোরিয়ালঃ

Bangla CSS Tutorial:

CSS হল Cascading Style Sheet। এটি এক ধরনের styling sheet language। যা ওয়েব পেজ এর উপাদান গুলোকে সুন্দর ও সহজভাবে উপস্থাপন করে। এটি page এর মধ্যে text, picture অন্যান্য উপাদান কে সহজ ব্যবহার উপযোগী করে page কে আরও বেশী গ্রহনযোগ্য করে তোলে। CSS ওয়েব পেজ এর অলংকার হিসেবে কাজ করে। এটি HTML এর সাথে কাজ করে। এটি সহজ ব্যবহার উপযোগী। আমি CSS কে আরো সহজভাবে তুলে ধরার জন্য টিউটোরিয়াল গুলো বাংলা ভাষায় তৈরী করেছি। আশাকরি আপনারা এই Bangla CSS tutorial গুলো অনুশীলন করলে আপনাদের পক্ষে সহজেই web page আরো সূন্দরভাবে তৈরী করা সম্ভব হবে। আর তাহলেই আমার এই কষ্ট সার্থক হবে। আপনারা মন্ত্যব্য করতে ভুলবেন না। Bangla CSS Tutorial গুলো download করার জন্য এই link click করুন bangla CSS Tutorial

Leia Mais

বাংলা JAVASCRIPT টিউটোরিয়ালঃ

Bangla JAVASCRIPT Tutorial:

Javascript হল এক ধরনের scripting language। এর মাধ্যমে পেজ এর মধ্যে বিভিন্ন event যোগ করা। যেমন কোনো লেখা text না number তা check করা। এই language জানার জন্য programming concept থাকতে হয়তাই আমরা এখানে শুধু মাত্র দরকারী কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমার এই সাইটে আমি সহজ ভাষায় বাংলায় Javascript এর কিছু অনুশীলন তৈরী করেছি। যা আপনাদের Javascript শিখতে অনেক খানি সাহায্য করবে বলে আমি মনে করি আর এতেই কষ্ট সার্থক হবে। আপনারা মন্ত্যব্য করতে ভুলবেন না। আপনার মুল্যবান মন্ত্যব্য আমার এগিয়ে যাওয়ার পথকে সুগম করবে। Bangla Javascript Tutorial গুলো download করার জন্য এই link click করুন Bangla Javascript Tutorial

Leia Mais

বাংলা PHP টিউটোরিয়ালঃ

Bangla PHP Tutorial:

PHP অর্থ হচ্ছে Hypertext Preprocessor। এটি একটি programming language যা মূলত লজিকেল ওয়েব ডেভেলপম্যান্ট এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি একটি server side scripting language যা html এর সাথে ব্যবহার করা যায়।এটি একটি পূর্ণাঙ্গ programming language যার মাধ্যমে ডাটাবেজ ভিত্তিক ওয়েব এপ্লিকেশন সহজেই তৈরী করা যায়। আমরা আমাদের এই সাইট এর টিউটোরিয়াল গুলো বাংলা ভাষায় সহজ করে আপনাদের জন্য তৈরী করেছি । এখানের টিউটোরিয়াল গুলো সম্পূর্ণ বাস্তবধর্মী ভাবে তৈরী করা হয়েছে।এ Bangla PHP Tutorial গুলো আমরা Database ভিত্তিক তৈরী করেছি। আশাকরি এই Bangla Tutorial গুলো আপনাদের উপকারে আসবে আর এতেই কষ্ট সার্থক হবে। আপনারা মন্ত্যব্য করতে ভুলবেন না। Bangla PHP Tutorial গুলো download করার জন্য এই link click করুন Bangla PHP Tutorial

Leia Mais

বাংলা MYSQL টিউটোরিয়ালঃ

Bangla MYSQL Tutorial:

MySQL হল এক ধরনের structured query language। এটি একটি database ভিত্তিক programming language। এর মাধ্যমে database তৈরী করা, database এ তথ্য সংরক্ষন, তথ্য সম্পাদনা, তথ্য মুছে ফেলা এবং তথ্য খোজা যায়। MySQL ভালভাবে জানা থাকলে Database ভিত্তিক সফটওয়্যার তৈরী করতে অনেক সহজ হয়। PHP বা অন্যান্য web programming language এর সাথে এটি খুব ভাল কাজ করে। আমার এই সাইটে আমি সহজ ভাষায় বাংলায় MySQL এর কিছু অনুশীলন তৈরী করেছি। যা আপনাদের MySQL শিখতে অনেক খানি সাহায্য করবে বলে আমি মনে করি আর এতেই কষ্ট সার্থক হবে। আপনারা মন্ত্যব্য করতে ভুলবেন না। আপনার মুল্যবান মন্ত্যব্য আমার এগিয়ে যাওয়ার পথকে সুগম করবে। Bangla MySQL Tutorial গুলো download করার জন্য এই link click করুন Bangla MySQL Tutorial

Leia Mais