Pages

Monday, February 8, 2010

বাংলা HTML টিউটোরিয়ালঃ

Bangla HTML Tutorial:

HTML এর পূর্ণ অর্থ হচ্ছে Hypertext Markup Language। সাধারনত আমরা Text editor এ যে সকল ডকুমেন্ট দেখি ।সেগুলো সরাসরি ওয়েব এ publish করা যায় না।এই ডকুমেন্ট কে ওয়েব এ পাবলিশ করার উপযোগী করার জন্য markup language ব্যবহার করতে হয়। HTML এমনি একটি markup language।এটি অন্যান্য programming language এর মত কঠিন নয়।এটি ব্যবহার করা অনেক সহজ। পেজ এ সহজেই লেখা, ছবি, শব্দ এবং ভিডিও সংযোজন করা যায় HTML ব্যবহার করে। এটি শিখার জন্য কোনো programming জ্ঞান থাকার প্রয়োজন হয় না, HTML লিখা হয় tag ব্যবহার করে, কিছু tag খেয়াল রাখলেই সহজেই ওয়েব পেজ তৈরী করা যায়।আমার এই সাইটের HTML Tutorial গুলো সহজ করে আপনাদের জন্য তৈরী করেছি বাংলা ভাষায়।আশাকরি আপনারা এই Bangla tutorial গুলো অনুশীলন করলে আপনাদের পক্ষে সহজেই web page তৈরী করা সম্ভব হবে। আর তাহলেই আমার এই কষ্ট সার্থক হবে। আপনারা মন্ত্যব্য করতে ভুলবেন না। Bangla HTML Tutorial গুলো download করার জন্য এই link click করুন bangla html Tutorial