Pages

Monday, February 8, 2010

বাংলা PHP টিউটোরিয়ালঃ

Bangla PHP Tutorial:

PHP অর্থ হচ্ছে Hypertext Preprocessor। এটি একটি programming language যা মূলত লজিকেল ওয়েব ডেভেলপম্যান্ট এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি একটি server side scripting language যা html এর সাথে ব্যবহার করা যায়।এটি একটি পূর্ণাঙ্গ programming language যার মাধ্যমে ডাটাবেজ ভিত্তিক ওয়েব এপ্লিকেশন সহজেই তৈরী করা যায়। আমরা আমাদের এই সাইট এর টিউটোরিয়াল গুলো বাংলা ভাষায় সহজ করে আপনাদের জন্য তৈরী করেছি । এখানের টিউটোরিয়াল গুলো সম্পূর্ণ বাস্তবধর্মী ভাবে তৈরী করা হয়েছে।এ Bangla PHP Tutorial গুলো আমরা Database ভিত্তিক তৈরী করেছি। আশাকরি এই Bangla Tutorial গুলো আপনাদের উপকারে আসবে আর এতেই কষ্ট সার্থক হবে। আপনারা মন্ত্যব্য করতে ভুলবেন না। Bangla PHP Tutorial গুলো download করার জন্য এই link click করুন Bangla PHP Tutorial